রাজশাহীতে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৯
সোহেল রানা, রাজশাহী :
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ইসলাম গার্মেন্ট লিমিটেড এর সৌজন্যে রাজশাহী জেলার শাহ মখদুম থানা এলাকায় শক্তি ফাউন্ডেশন এর আয়োজনে অফিস কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ মখদুম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, মোছা. নিলুফা বেগম, মোছা. আফরোজা বেগম, এস কে হাসানুজ্জামান, বিশ্বজিৎ কুমার কুন্ডু, মো. শরিফুল ইসলাম, মো. আল-আমিন, মো. মেহেদী হাসান, মো. মিজানুর রহমান, আজিজুর রহমান, রুবেল হোসেন, মিস রুজুফা ও মোফাজ্জল হোসেন সহ গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন মানুষ উপস্থিত ছিলেন ।