বাগেরহাট প্রতিনিধি :
বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসো এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হল সুন্দরবন দিবস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ও ক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সহ-সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক ডক্টর ফখরুল হাসান।
প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুন্দরবন দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, সাবেক সভাপতি এডভোকেট শাহ আলম টুকু, আহসানুল করিম ,সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সদস্য শেখ আসাদুজ্জামান প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না