সাদুল্লাপুরে গাঁজাসহ গ্রেফতার-৩
- আপডেট সময় : ১০:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৮৪
মো. মিঠু মিয়া : গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাদুল্লাপুর থানার পুলিশ। গত রবিবার দিবাগত রাতে গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতিময় গোপের নেতৃত্বে সাদুল্লাপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ও ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর মিয়া সহ সঙ্গীয় ফোর্স উপজেলা ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া কৃষি ব্যাংক।
ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনে নিয়মিত তল্লাশি চলাকালে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী থেকে ঢাকা গামী নাদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া, একই উপজেলার বড় কাটামারি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে দুলাল হোসেন, বচিডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মানিক মিয়া। এব্যাপারে সাদুল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।