আজিজুল ইসলাম :
পাইকগাছায় জায়গা জমির বিরোধে মারামারিতে ভাতিজার গোবিন্দের লাঠির আঘাতে চাচা কুশিলাল মন্ডল (৭০) নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে যার মামলা নং-১২। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করেছে।
মামলার বাদী কৃষ্ণ মন্ডল জানান, কিছুদিন আগে আমার পিতা আমাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দেয়। এ নিয়ে চাচাতো ভাই গোবিন্দ মন্ডল (৫৫) ও তার পিতা রনজিৎ মন্ডল (৭৫) সোমবার রাতে ঘেরা বেড়া উঠিয়ে দেয়।
এ বিষয় জানতে চাইলে গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডল লাঠি দিয়ে তেড়ে এসে আমার পিতার মাথায় ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে আমার পিতা মাটিতে লুটিয়ে পড়ে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে আহত করে। এলাকাবাসি আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। আমার পিতা ঘটনাস্থলে মারা যায়।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে প্রধান আসামি গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না