প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ৫০তম আউটলেট উদ্বোধন করেছে শিশুদের ফ্যাশন ব্র্যান্ড শৈশব। আজ মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা খায়রুল বাসার, অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা উপস্থিত ছিলেন।
ফিতা ও কেক কেটে খায়রুল বাসার বলেন, আশা করছি শৈশব তাদের মান ধরে রেখে আরও এগিয়ে যাবে।
শৈশবের সাফল্য কামনা করে দিঘী বলেন, তিনি নিজেও শৈশবে এই ব্র্যান্ডের পোশাক পড়েছেন।
শৈশব ফ্যাশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাকিব চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে এই ফ্যাশন ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। বর্তমানে সারাদেশে শৈশবের ৫০টি আউটলেট রয়েছে। নারায়ণগঞ্জের শিশুরাও শৈশবের পোশাক পছন্দ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে সবধরনের পণ্যে ২০ শতাংশ ছাড় চলছে বলেও জানান তিনি। যদিও, শৈশবের একটি আউটলেট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ছিল। ওই আউটলেটটি বন্ধ করে দিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে উকিলপাড়া এলাকায় নতুন আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না