মোক্তার হোসেন :
দক্ষিণ খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার আয়োজনে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় মাদ্রাসার মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, শপথ বাক্য পাঠ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন সুচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেন বাবলু। ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, শিক্ষা নিয়ে গড়বো দেশ, এই স্লোগানকে সামনে নিয়ে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাচ পাস্ট, কুচকাওয়াজ,শারীরিক কসারত, ডিসপ্লে প্রদর্শনে শিক্ষার্থীরা দর্শক মাতায়। পরবর্তীতে দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দৌড়, চেয়ার সিটিং, মোরগ লড়াই সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সার্বিক পরিচালনায় ইভেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন মাষ্টার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মনিজুর রহমান, আইসিটি শিক্ষক আব্দুর রউফ, বাবু কুমারেশ চন্দ্র, মাষ্টার আব্দুস সালাম, মাওঃ আব্দুস ছালাম, মাওঃ নজরুল ইসলাম, ক্বারী নূরুল হক, সাবিনা ইয়াসমিন, মাকসুদুর রহমান।
প্রতিষ্ঠানের সুপার মাওঃ এ কে এম আজহারুল ইসলামের উপস্থিতিতে ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত,হামদ,নাত, কবিতা আবৃত্তি,ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো মুক্তিযুদ্ধাদের মায়ের ভূমিকায় অসাধারণ অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মার্জন আলী ঢালী। সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি ইসমাইল হোসেন বাবলু। তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চেতনায় নিজদেরকে গড়ে তুলতে হবে।
প্রতিষ্ঠানের সুপার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুখী সমৃদ্ধ জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন খেলাধুলা করা অত্যন্ত উপকারী। এতে শরীর মন ভালো থাকে। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তোমরা যারা পুরস্কার পেতে ব্যার্থ হয়েছো আগামীতে ভালোভাবে অনুশীলন করে বিজয় অর্জন করবে। সারাদিন ব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়ে যারা মনোনিত হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে সভাপতি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না