ত্রিশালে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমপির সহধর্মিণী শামীমা
- আপডেট সময় : ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭
ষ্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে পৌরসভার উপনির্বাচনে নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র, ময়মনসিংহ-৭ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি এর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবিকা শামীমা আক্তার।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট থেকে শামীমা আক্তারের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, প্যানেল মেয়র মেহেদী হাসান নাসিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন,মাজহারুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল হাসান আমির প্রমুখ।
এর আগে রবিবার (১১ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট থেকে শামীমা আক্তারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
পৌরবাসীর ভাষ্যমতে জাতীয় সংসদ সদস্য ও তার স্ত্রী শামীমা মিলেমিশে কাজ করলে পৌরসভায় অনেক উন্নয়ন হবে,তাই উন্নয়নের স্বার্থে তারা উপনির্বাচনে শামীমা আক্তারকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে ত্রিশাল পৌরসভার সাবেক ৩বারের মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি মেয়র পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য প্রার্থী হলে মেয়র পদটি শূন্য হয়।
এব্যাপারে মেয়র প্রার্থী শামীমা আক্তার বলেন, আমি জনগণের ভালবাসা ও সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হতে চাই। আমার স্বামী বর্তমান এমপি মেয়র পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচিত হয়েছেন। স্ত্রী হিসাবে উনার অসমাপ্ত উন্নয়নের কাজটুকু এমপি সাহেবের সাথে পরামর্শ করে তার দিক- নির্দেশনায় ত্রিশাল পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণই আমার আস্থার প্রতীক।
এরআগে সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। তফসিলে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিতা আপিল নিষ্পত্তি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ হবে ৯ই মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
উল্ল্যেখ-ত্রিশাল পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। ২৬ হাজার ৮২২ জন নারী-পুরুষ ভোটার রয়েছে। ১৪টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।