মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তরে সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ। আরো বক্তব্য রাখেন, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, সুজাতপুর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী, বিদায়ী শিক্ষার্থী রুনিয়া বিনতে সাইদ, নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া ইসলাম প্রমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে উচ্চ শিক্ষা গ্রহন করে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ভূমিকা রাখতে হবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ডিজিটাল দেশ। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সরকারের সহায়ক হিসেবে যার যার জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে। তাহলেই আমরা দ্রæত কাঙ্খিত লক্ষ্যে পৌছে যেতে পারব এবং বিশে^ মাথা উঁচু করে চলতে পারবো।
এমএ কুদ্দুস আরো বলেন, আজকের এই বিদায় আসলে বিদায় নয়। কারণ শিক্ষার একটি স্তর অতিক্রম করে আরেকটি স্তরে যাচ্ছো। তাই আমি বলবো উচ্চ মাধ্যমিক তারপর উচ্চ শিক্ষা গ্রহন করতেই বিদায় নিতে হয়। আজকের এই বিদায়ের মধ্য দিয়ে সবাই একটি প্রতিজ্ঞা করতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করে অভিভাবক, সমাজ, স্কুল এবং সর্বপরি দেশের মুখ উজ্জল করবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না