মোরেলগঞ্জে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০১
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসদরের উত্তর সরালিয়া গ্রামে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি ও সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার ভুক্তভোগী ওলি চাপরাসি ও পলি খানম।
সোমবার, ১২ ফেব্রুয়ারি মোরেলগঞ্জ পৌর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
লিখিত সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন যে মোরেলগঞ্জ পৌরসভাধীন ১১৫ নং সরালিয়া মৌজার এস এ খতিয়ান নং-৭৩৩এসএ দাগ নং-৪৪৮ ও ৪৪৯ এর এমসি নং-১৬/৬৩-৬৪ নামপত্তন কেসের মালিক নরেশ চন্দ্র পোদ্দার এর বিক্রিত সম্পত্তি ধারাবাহিকভাবে কবলা দলিল নং-৪৩৭৫,৩১-৩-৯৩ ইং তারিখ কবলা গ্রহিতা আঃ রশিদ শেখ এর মৃত্যুআন্তে তার ওয়ারিশ সুলতান শেখ গং এর নিকট থেকে ভুক্তভোগী ওলি ও পলি খানম হেবায়েজ এওয়াজ দলিল মুলে ০.২২০০(২২) একর এবং তাদের পিতার গ্রহনকৃত এসএ রেকডিও মালিক আলফাজ উদ্দিন ফরাজির নিকট থেকে ০.০৫২৫ (সোয়াপাঁচ) একর এবং আলতাব আকনের নিকট থেকে ওলি চাপরাসি এর নিজ নামীয় কবলা দলিল মুলে ০.০১৬৫ একর মোট ০.২৮৯০ একর বাস্তু জমির মালিক ওলি চাপরাসি ও পলি খানম।তারা উল্লেখিত জমির উপর বাড়িঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
অপরদিকে ওই একই এসএ খতিয়ানের রেকর্ডিয় মালিক চান বড়ু বিবির মৃত্যুয়ান্তে তার ওয়ারিশ গনের নিকট হতে প্রতিপক্ষ পুর্বসরালিয়া গ্রামের আজিজুল পিতা আঃ গনী শরীফ কবলা দলিল মুলে খরিদ করে বিলান জমি হতে ভোগদখল করে আসতে থাকাবস্থায় ওলি ও পলি খানমের জমির প্রতি লোভের বসিভুত হয়ে বর্নিত জমিজমা জবরদখলের অপচেষ্টায় লিপ্ত হয় বলে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন। শুধু তাই নয় প্রতিপক্ষ আজিজুল ও তার স্ত্রী জেসমিন বেগম ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বসবাড়ি থেকে বিতাড়িত ও উচ্ছেদ করার জন্য হয়রানি করে আসছে। তারা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য দিয়ে ওলি ও পলি খানমের বিরুদ্ধে গত ০৬-০২-২০২৪ তারিখ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে এদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বলে তারা অভিযোগ করেন এবং মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান।