মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মেডিকেল ভর্তিযুদ্ধে ব্যাপক সাফল্য, উচ্ছ্বসিত পরিবার-পরিজনসহ এলাকাবাসী।
প্রতিবছরের ন্যায় এবারও মেডিকেলে ভর্তিযুদ্ধে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা ভালো করেছেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও আলমডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চুয়াডাঙ্গার কৃতী শিক্ষার্থীরা মেডিকেল ভর্তিযুদ্ধে নিজের স্থান করে নিয়েছেন।
দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারের আনছার আলী ও শিরিন শাহারিয়ার পারভীনের পুত্র তাসনিম লাবিব ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। মেধা তালিকায় তাঁর স্থান ৯০তম, স্কোর ৮৪.৭৫। চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা মল্লিক পাড়ার আরিফুল হক ও সেলিনা আক্তার দম্পতির কন্যা নিশাত নাবিয়াহ্ আশফী কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। মেধা তালিকায় তার স্থান ৬ হাজার ৫১১ তম ও স্কোর ৭০.২৫। চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেন ও রুবিনা তাসমিন রেুমির পুত্র মাসরুফ হোসেন রাদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেধা তালিকায় তাঁর স্থান ৩০৮তম ও স্কোর ২৮১। আলমডাঙ্গার খন্দকার হাবিবুর রায়হান ও নাছিমা পারভীন দম্পতির কন্যা আফরিন খন্দকার মেঘা শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে। তাঁর মেধা তালিকা ৪ হাজার ৭২১ ও স্কোর ৬৭.৭৫। আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের রফিকুল ইসলাম ও সেলিনা পারভীন দম্পতির পুত্র ইবনে বাসার রনি মাগুরা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ৫ হাজার ২১৮ ও স্কোর ২৬৭। চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার আশিতুর রহমান ও শিরিনা আক্তারের পুত্র আরাফাত রহমান রাজশাহী মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ১ হাজার ৮১৭, স্কোর ৭৩.৫।
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের নব কুমার হালদার ও কিউটি হালদারের পুত্র নিলয় কুমার হালদার কুমিল্লা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ২ হাজার ৭৭৯, স্কোর ২৭১.২৫। চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার জাহাঙ্গীর কবির ও সেলিনা আখতারের পুত্র আরাফ রহমান অর্ক মাগুরা মেডিকেল কলেজে। সদর উপজেলার বেগমপুর ডিহি কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমান ও মোমেনা বেগমের পুত্র মো. মুন্না চট্টগ্রাম মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ১৩১০তম ও স্কোর ৭৫.৫। চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল পাড়ার মাহবুবুর রহমান ও বিলকিস আরার পুত্র মাকসুদুর রহমান খুলনা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ২ হাজার ৭৪২, স্কোর ৭১.২৫। চুয়াডাঙ্গা শান্তিপাড়ার আফিরুর রহমান ও আফসানা ফেরদৌস দম্পতির পুত্র আল আবিরুর রহমান নওঁগা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ৫ হাজার ১৮০, স্কোর ২৬৭।
চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতাল পাড়ার শাফায়েতুল ইসলাম ও স্বপ্না ইসলাম দম্পতির পুত্র শাহারিয়ার আনিন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। মেধা তালিকায় তার স্থান ৪ হাজার ৯০৬, স্কোর ৬৭.৫। চুয়াডাঙ্গা থানা কাউন্সিল পাড়ার একেএম মাসুদুজ্জামান ও রিনা পারভীনের কন্যা মারিয়া জামান শেখ হাসিনা মেডিকেল কলেজে এবং চুয়াডাঙ্গার হামিদুর রহমান ও রোকসানা পারভীন দম্পতির পুত্র রাগিব মোহারাত বগুড়া মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না