সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ৮ টি খাসির মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১ টায় আদমজী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করে আদমজী ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, গতকাল মধ্যরাতে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের খাসির খামারে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১ টার দিকে খবর পেলে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের ৮টি খাসি পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না