মমিনুল ইসলাম :
মতলব উত্তরের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার মাহফিলে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আলহাজ মো. নাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. নাছির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করতে হলে প্রাথমিক শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার লক্ষ্যস্থলে পৌছা সম্ভব হবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহা. ফারুক আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক এবিএম সামছুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্ল্যাহ সরকার, সাবেক কাউন্সিলর আল-আমিন, মানিক মেম্বার প্রমুখ। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না