নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত নিউ মডেল ডিগ্রী কলেজে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের টানা দুইদিন ব্যাপী স্পোর্টস ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ কক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নিউ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এবিএম বেলাল হোসেন ভুঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো: নজিবুর রহমান নিপু, সিএসই বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রিজভী, সহকারী অধ্যাপক তুষার কনা পোদ্দার, সিনিয়র প্রভাষক মেহেদী আলম সিদ্দিকী, আইফা ফারুক, শাকিল সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য শিক্ষকমন্ডলী।
এর আগে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই ফেস্টে সিএসই ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
সিএসই স্পোর্টস ফেস্ট ২০২৪ এর ইনডোর সেগমেন্টে মোট ৫টি গেইমসের আয়োজন করা হয়- ডার্ট বোর্ড, ক্যারাম, লুডু, দাবা ও বাস্কেট বল। বাস্কেট বল (শিক্ষক) এর চ্যাম্পিয়ন হয়েছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হাসানুল বান্না, রানার আপ হয়েছেন পদার্থ বিভাগের লেকচারার নুরুল ইসলাম রুবেল। বাস্কেট বল (ছাত্র) এর চ্যাম্পিয়ন হয়েছেন দ্বিতীয় সেমিস্টারের জাহিদুল হাসান মিলন, প্রথম রানার আপ হয়েছেন চতুর্থ সেমিস্টারের সুমন হোসেন, দ্বিতীয় রানার আপ হয়েছেন একই সেমিস্টারের অখিল মোল্লা। ক্যারাম (ডাবল) চ্যাম্পিয়ন হয়েছেন ষষ্ঠ সেমিস্টারের হাসিবুর রহমান হৃদয় ও তুহিন আহমেদ, রানার আপ হয়েছেন আরশিল ইসলাম রাফি ও মারিয়া হোসেন জেরিন। ক্যারাম (সিংগেল) চ্যাম্পিয়ন হয়েছেন চতুর্থ সেমিস্টারের নজরুল ইসলাম, রানার আপ হয়েছেন ষষ্ঠ সেমিস্টারের হাসিবুর রহমান হৃদয। দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চতুর্থ সেমিস্টারের ফয়সালুর রহমান চৌধুরী, রানার আপ হয়েছেন শাহরিয়ার স্মরণ। ডার্ট বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছেন ষষ্ঠ সেমিস্টারের তুহিন আহমেদ, প্রথম রানার আপ হয়েছেন চতুর্থ সেমিস্টারের অখিল মোল্লা, দ্বিতীয় রানার আপ হয়েছেন ষষ্ঠ সেমিস্টারের হালিমা জাহান অ্যানি। আর লুডু (ডাবল) খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ষষ্ঠ সেমিস্টারের লিতা দত্ত ও আয়েশা সিদ্দিকা মুক্তা, রানার আপ হয়েছেন চতুর্থ সেমিস্টারের মিম আক্তার ও মারিয়া হোসেন জেরিন।
এ বিষয়ে নিউ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এবিএম বেলাল হোসেন ভুঁইয়া বলেন, সিএসই বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের এমন আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শিক্ষার্থীদের বাস্তব জীবন এবং পরবর্তীতে ক্যারিয়ার জীবনে অনেক বেশি কাজে আসে। সিএসই বিভাগের এমন ধারাবাহিক আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা ব্যক্ত করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না