বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরের নারচী এলাকা হতে নবম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারী মোঃ রায়হান আলী (৪০) কে গ্রেফতার করেছে র্যাব। সে বগুড়া জেলার শাজাহানপুর থানার নাড়িয়া এলাকার মোঃ চাঁন মিয়া ওরফে চাদের ছেলে।
বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার সময় শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এসময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মীর মনির হোসেন জানান, গত ১৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নারচী এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে মোঃ রায়হান আলী (৪০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০০.১০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক মোঃ রায়হান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না