বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৯
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সা লের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । বুধবার(৭ ফেব্রুয়ারী) সকালে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরফদার শরিফুল ইসলাম। বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন। বিদায়ি শিক্ষার্থীদের উদেশ্যে দিকনিদেশনা মূলোক বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলেদেন। উল্লেখ্য যে এ বছর বিদ্যালয়টি থেকে ২২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।