রবিউল আলম :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড কুদাব এলাকায় ডাকাতির ৫ম দিনে আন্তজেলা ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।এ ঘটনায় বাদী ওকাল উদ্দিনের দায়ের করা মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পূবাইল থানার ওসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরহাসাদিয়া গ্রামের মৃত- দুলালের ছেলে মোঃ ফারুক (৪২), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া দক্ষিণপাড়া গ্রামের সাব্বির আলীর ছেলে সাগর আলী (৪১),শরীয়তপুর জেলার সখিপুর থানা জান শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০),শরীয়তপুর জেলা গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়া সিকদারের ছেলে লোকমান (২৪)।
এ বিষয়ে ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে কুদাব মধ্যে পাড়া স্থানীয় ওকাল উদ্দিন এর বাড়ীতে রাত সাড়ে ৩ টার দিকে ডাকাতির এ ঘটনাটি ঘটে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না