হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের (ডিসিএইচ) প্রিভেন্টিভ টিম। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
ডিসিএইচ প্রিভেন্টিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা নাফিজ আমিন রিজভী এ খবর নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এগুলোর বাহকে খুঁজে পাওয়া যায়নি
তিনি জানান, সকালে শাহজালাল বিমানবন্দরের রক্ষিত ডাষ্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের কয়েকটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।
‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে ফৌজদারী কাস্টম আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হবে।’
এসএম/এসএএইচ/জেআইএম
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না