আগুনে পুড়ে নিহত পরিবারকে আর্থিক সহায়তা করে: জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৯:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৭
মো. রানা সন্যামত, বরিশাল :
বরিশালে গত মঙ্গলবার ভোর রাতে নথুল্লাবাদ জিয়া সড়কের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামের কালাম জমাদারের ছেলে সজীব জমাদারের আগুনে পুড়ে মৃত্যু হয়। নিহত সজীব ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। পড়াশুনার ফাঁকে হাবিব মটরস নামে দোকানে কাজ করতেন। অগ্নিকাণ্ডের দিন রাতে সজীব ওই দোকানেই ছিলেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সজিবের বাবা আবুল কালাম জমাদ্দার কে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, কলসকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মুন্না তালুকদার।