ইজতেমা নিরাপত্তায় থাকবে জিএমপির ৬ হাজার পুলিশ
- আপডেট সময় : ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৭১
রবিউল আলম, গাজীপুর :
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে নিরাপত্তায় র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাহাবুব আলম।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, আজ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে। পুরো ইজতেমার মাঠে ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবে। পাশাপাশি ইজতেমা এলাকায় ট্রাফিক জোরদার করা হয়েছে। এছাড়াও উন্নিত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের গতিবিধি মনিটরিং করা হচ্ছে। অপরদিকে র্যাবের একাধিক ইউনিট ইজতেমা ময়দানে কাজ করছে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আজ থেকে পুরো ইজতেমা এলাকা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২ ফেব্রুয়ারী) বাদ ফজর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ৪ ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ পর্ব। পরবর্তী চারদিনের বিরতির পর ৯ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।