চুয়াডাঙ্গার দর্শনার আবু আফজাল সালেহের দুটি বই এবার একুশে বইমেলায় পাওয়া যাবে। দর্শনা থানার সীমান্তবর্তী মদনা গ্রামে জন্ম গ্রহন কারী কবি ও প্রাবন্ধিক আবু আফজাল সালেহের দুটি বই অমর একুশে বইমেলায় পাওয়া যাবে। পর্যটন ও বিভিন্ন বিষয় নিয়ে ‘জল পাথরে বন পাহাড়ে’ নামে কবিতার বইটি প্রকাশিত হয়েছে প্রিয় বাংলা প্রকাশনী থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রকৃতি, প্রতিবেশ ও জীবন নিয়ে কবিতাগুলো লেখা।
সিলেটের কৈরব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে প্রবন্ধের বই ‘কাব্যশৈলীর কতিপয় দিগন্ত’। বইটিতে কবিতার বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করা হয়েছে। ছন্দ থেকে রস, কাঠামো থেকে চিত্রকল্প, তূলনামূলক কবিতার আলোচনা থেকে কবিতা উন্নত করার উপায়, পাঠক ও কবির দায় ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে।
বইমেলার শুরু থেকেই বই দুটি নির্ধারিত স্টলে পাওয়া যাবে বলে আশা করছেন লেখক আবু আফজাল সালেহ। ‘জল পাথরে বন পাহাড়ে’ কবিতার বইটি লেখকের চতুর্থ কবিতার বই। ‘কাব্যশৈলীর কতিপয় দিগন্ত’ বইটি লেখকের প্রথম প্রবন্ধের বই। সব মিলিয়ে ৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। তিনি বলেন, বইগুলো পাঠকের ভালো লাগবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না