দর্শনার আবু আফজাল সালেহের দুটি বই একুশে বইমেলায়
- আপডেট সময় : ০৬:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ৮১৩
চুয়াডাঙ্গার দর্শনার আবু আফজাল সালেহের দুটি বই এবার একুশে বইমেলায় পাওয়া যাবে। দর্শনা থানার সীমান্তবর্তী মদনা গ্রামে জন্ম গ্রহন কারী কবি ও প্রাবন্ধিক আবু আফজাল সালেহের দুটি বই অমর একুশে বইমেলায় পাওয়া যাবে। পর্যটন ও বিভিন্ন বিষয় নিয়ে ‘জল পাথরে বন পাহাড়ে’ নামে কবিতার বইটি প্রকাশিত হয়েছে প্রিয় বাংলা প্রকাশনী থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রকৃতি, প্রতিবেশ ও জীবন নিয়ে কবিতাগুলো লেখা।
সিলেটের কৈরব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে প্রবন্ধের বই ‘কাব্যশৈলীর কতিপয় দিগন্ত’। বইটিতে কবিতার বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করা হয়েছে। ছন্দ থেকে রস, কাঠামো থেকে চিত্রকল্প, তূলনামূলক কবিতার আলোচনা থেকে কবিতা উন্নত করার উপায়, পাঠক ও কবির দায় ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে।
বইমেলার শুরু থেকেই বই দুটি নির্ধারিত স্টলে পাওয়া যাবে বলে আশা করছেন লেখক আবু আফজাল সালেহ। ‘জল পাথরে বন পাহাড়ে’ কবিতার বইটি লেখকের চতুর্থ কবিতার বই। ‘কাব্যশৈলীর কতিপয় দিগন্ত’ বইটি লেখকের প্রথম প্রবন্ধের বই। সব মিলিয়ে ৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। তিনি বলেন, বইগুলো পাঠকের ভালো লাগবে।