নেছারাবাদে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১২৩
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার নিহত হয়েছেন। মঙ্গলবার, ৩০ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলার কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে অতিথিদের নাম দেওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের সাথে সাবেক চেয়ারম্যান শেখর কুমার হালদারের বিবাদ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শেখর কুমার হালদার কুড়িয়ানা বাজারে এলে তার উপর লোকজন নিয়ে হামলা চালায় মিঠুন হালদার। এ সময় পিঠিয়ে গুরুতর জখম করা হয় শেখর কুমারকে। স্থানীয়রা শেখর কুমারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে নাম ও মঞ্চে আসন নিয়ে বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।