পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনায় চল্লিশা এলাকায় নিজ বসত ঘরের সামনে প্রতিপক্ষের লোকজন আলমগীর হাসান নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রধান আসামী মো: আশরাফ উদ্দিন খোকন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) কে আটক করেছে পুলিশ।
নেত্রকোনা পৌর শহরের তেরী বাজার এলাকা থেকে শনিবার তাকে আটক করা হয়েছে।
আটককৃত আশরাফ উদ্দিন খোকন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) সদর উপজলার চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পাশ্ববর্তী রাজেদ্রপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আলমগীর হাসানকে নিজ বসত ঘরের সামনে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় আলমগীর বর্তমানে ঢাকা মডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার পিতা বাবুল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে নেত্রকোনন মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদর গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না