"রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন" সৌদি আরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) স্থানীয় সময় রাত ১১টায় বাথা সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন, রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশরনর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ।
প্রধান বক্তা ছিলেন, হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন, রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া, নিজাম উদ্দীন প্রমুখ।
পবিত্র কোরান তিলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে।
আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষনা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না