বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, স্মার্ট দেশ গড়তে প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সেকারণে মানসম্মত প্রাধমিক শিক্ষার পাশাপাশি দ্রুত অবকাঠামো উন্নয়নও করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে বিদেশী অর্থায়ানে প্রায় সাড়ে ২১ কোটি টাকা ব্যায়ে বাগেরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনিষ্টিটিটের পাঁচতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর শেষে এমপি শেখ তন্ময় কাজের গুনগত মান বজায় রাখতে নির্মাণ বাস্তবায়নকারী বিভাগ এলজিইডিকে নির্দেশ দেন।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসময়ে অন্যান্যের মধ্যে বাগেরহাট এলজিইডির নিবার্হী প্রকৌশলী মো. শরিয়ুজ্জামান, পিটিআই সুপার অচিন্ত কুমার মৃধা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার সেলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও জেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাকী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না