রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে হাবিবুর রহমান (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকায় আসাদ উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার বুড়াইল গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক স্থানীয় আসাদ উদ্দিনের অবহেলায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে রাজমিস্ত্রি হাবিবুর রহমান কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।পরবর্তীতে ২ লক্ষ টাকার বিনিময়ে নিহতের পরিবারের সাথে সমঝোতা করেন ভবনের মালিক আসাদ।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তীতে নিহতর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না