সুনামগঞ্জ প্রতিনিধি:
কোনো নেতা বা এমপি হয়ে নয় আপনাদের বিপুল ভোট নির্বাচিত একজন সেবক হয়ে কাজ করব। আপনার শুধু পাশে থাকবেন। মাষ্টার প্লেলের মাধ্যমে আপনাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়ন করব বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
তিনি আরও বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন,আমার দরজা সব সময় খোলা থাকবে কোনো দালাল লাগবে না।
বুধবার (২৪ জানুয়ারি)ি বকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় আর সেই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৭ই জানুয়ারি নির্বাচনে আপনারা নিঃস্বার্থ ভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে ঋণী করেছেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সেই ভালোবাসার মূল্যায়ন করায় চেষ্টা করব। আমি আজীবন আপনাদের পাশে থাকব।
তিনি আরও বলেন, আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছি আগামী দিন গুলোতে সততায়র সাথে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করব।
আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল দিকদিয়ে পিছিয়ে আছি। আর পিছিয়ে থাকতে হবে না আমি উধর্বতন কতৃপক্ষের সাথে কথা বলেছি।
আপনারা দেখেছেন সুনামগঞ্জ ১ আসনেও উন্নয়ন হচ্ছে,আরও উন্নয়ন হবে। আপনাদের যাতায়াতের জন্য রাস্তাঘাট, ব্রিজসহ প্রয়োজনীয় সকল বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করব। আপনারা সতর্ক থাকবেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আপনারা সতর্ক থাকবেন যে কোনো ভাবেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বরেন্য অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখুঞ্জি, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ বিলকিছ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, শংকর চন্দ্র দাশ, আসাদুজ্জামান সেন্টু,কোষাধ্যক্ষ মজিবুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য শামিম আহমদ আখুঞ্জি, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ আপু, তাহিরপুর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না