মোঃ নুর আলম:
নারায়ণগঞ্জে রূপগঞ্জে ইচ্ছামতো অফিসার আসা-যাওয়া করেন কর্মকর্তারা। সকাল দশটার আগে আসেন নাই কর্মকর্তাদের কেউই। কর্মচারীরাও বসদের মতো বেলা গড়িয়ে অফিসে আসেন ইচ্ছামতো। এভাবেই সরকারি নিয়ম লঙ্ঘন করে ইচ্ছামত অফিস করেন কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই। এই চিত্র রূপগঞ্জ উপজেলায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে মঙ্গলবার এবং পরদিন গত বুধবার । অফিস টাইমের ২ ঘণ্টা পরও এই দুদিন কর্মস্থলে হাজির হননি কর্মকর্তাদের কেউই। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) ছিলেন অনুপস্থিত।
সকাল ৯টায় অফিসে এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যকীয়ভাবে নিজ অফিসকক্ষে অবস্থান করতে হবে। মন্ত্রিপরিষদের এক পরিপত্রে এমন নির্দেশনা দিয়ে বলা হয়, সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মচারীদের গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে আসবেন এবং আবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করবেন। ২০১৯ সালের ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত ওই পরিপত্র জারি করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শহরের দক্ষিণে মুড়াপাড়া এলাকায় উপজেলার প্রশাসনিক কেন্দ্র। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়াও রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতর, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা বিআরডিবি কার্যালয়, উপজেলা আইসিটি অফিসসহ আরো বেশ কয়েকটি অফিস রয়েছে এই চত্বরে। সরকারি অফিসসূচি অনুসারে সকাল ৯টা থেকে অফিস টাইম। কিন্তু এ সময় সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের কোনো কর্মকর্তাই অফিসে হাজির হন না এই উপজেলায়। গত দু-দিন সকাল পৌনে ৯ টা থেকে ১১টা পর্যন্ত ওই উপজেলায় অবস্থান করে অফিস উপস্থিতির এই অনিয়ম চোখে পড়ে। বুধবার সকাল ৯টা ৪ মিনিটে উপজেলায় গিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের উপজেলা চত্বর ও বারান্দা ঝাড়ু দিতে দেখা যায়। সাড়ে ৯টার দিকে দু-একটি অফিসে আসেন অফিস সহায়ক। ৯টা ৪০ মিনিটের দিকে যুব উন্নয়ন অফিসে আসেন কয়েকজন কর্মচারী। ওই সময় ইউএনওর কার্যালয়ে আসেন একজন পুরুষ কর্মচারী। তবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন শিক্ষা অফিসের তালা খোললেও গতকাল সকাল ১০টা পর্যন্ত সেগুলো তালাবদ্ধই ছিল। এর আগের দিনের চিত্র, সকাল পৌনে ৯টার দিকে দুই অফিসে আসেন দুজন অফিস-সহায়ক। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন জানান, আমাদের চলে আসতে হয় সাড়ে ৮টা ৩০ মিনিটের দিকে। অফিস গোছাতে হয়। সঠিক সময়ে না এলে পরিচ্ছন্নতাকর্মীরা ফিরে যাবেন। তবে স্যাররা খেয়াল খুশিমতো আসেন। তবে আরেক অফিস-সহায়ক জানান, স্যার তো এত দেরি করেন না। সকাল ৯টার পর আসেন অন্যান্য অফিসের অফিস সহায়করা। সকাল পৌনে ১০টার দিকে উপজেলা যুব উন্নয়নের একজন কর্মচারীকে উপজেলার বারান্দায় হাটতে দেখা যায়।
কর্মস্থলে প্রথম মো. সারোয়ার জাহান উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। তবে তিনিও প্রায় ৮.টা ৫৫ মিনিটে হাজির হন। আমি যদি যথা সময়ে অফিসে না আসি তাহলে অফিসের সহকর্মীরা যথা সময়ে আসবে না। এবং লোক জন্য এসে ঘুরে যাবে।
তবে ব্যতিক্রম ছিলেন শরিফুন নাহার উপজেলা প্রকল্প কর্মকর্তা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ)বি,আর,ডি,বি। ঠিক ৯টায় উপস্থিত হন অফিসে।
উপজেলা প্রকৌশলী জনাব মেহমুদ মুরশেদ উল আল আমিন অফিসে আসেন সোয়া ৯টা ৩০ মিনিটে। অফিসে এসে দাপ্তরিক কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
গত মঙ্গলবার তবে তখন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল অফিসেই আসেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার খোঁজ নেওয়া হলে বলা হয় তিনি জেলার মিটিংয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান খান ৯.৫৮ মিনিট সময়ে অফিসে আসেনি।
উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম সময় ৯.২৪ মিনিট অফিসে আসেনি। অফিসের কর্মচারী জানিয়েছেন রাস্তায় আছে।
উপজেলা রিসোর্স সেন্টার অফিসার ফারজানা তারান্নুম নিগার ১২ টা ৩০ মিনিটেও অফিসে কোন কর্মকর্তা কর্মচারী আসেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম সময় ৯.৩১ মিনিট সময়ে কোন কর্মকর্তার কর্মচারীকেও আসেনি
উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার জাঁকিয়া নাসরিন শিখা ৯টা ৩০ মিনিটে কোন কর্মকর্তা কোন কর্মচারীকে আসেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল সময় ৯.২৮ মিনিটে অফিসে আসেনি। তার দফতরের এক কর্মচারী জানান, স্যার রাস্তায় আছেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফারজানা সময় ৯.৫৫ মিনিটে অফিসে আসেনি। অফিসের কর্মচারী জানিয়েছেন রাস্তায় আছে। যদি কোন প্রয়োজন থাকে আমাকে বলতে পারেন।
উপজেলা তথ্যসেবা অফিসার ফারজানা সুলতানা সময় ৯.৪৫ মিনিট অফিসে আসেনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ আনোয়ার পারভেজ সময় ৯.৪১ মিনিটে অফিসে আসেনি।
উপজেলার পরিসংখ্যান অফিসার ৭ মাস যাবোত নাই বলে জানিয়েছেন পরিসংখ্যান অফিসের সহকর্মীরা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার আয়েশা খাতুন সময় ৯.৪৬ মিনিটে অফিসে আসেনি।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ)ইউ জি ডি পি স্হানীয় সরকার বিভাগের অফিসার মোঃ সোহেল রানা সময় ১০.০৫ মিনিটেও আসেনি।
উপজেলা সহকারী প্রোগ্রামার/উপজেলা আইসিটি অফিসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্ত ইন্জিনিয়ারিং সানজিদা রাফিন সময় ১১.১৫ মিনিট এসে অফিস করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীমকে সকাল সোয়া ১০টার দিকে কোন কর্মকর্তা কর্মচারীকেও আসেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা অফিসে আসেন ১০টা ১৮ মিনিটে। গাড়ি থেকে নামাজ পর ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ব্যস্ত করেন দপ্তরে কর্মকর্তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো। সরকারি নিয়ম মেনে যদি অফিস না করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না