বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে নবম শ্রেণীর ছাত্র কর্তৃক তৃতীয় শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগে সোহান (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৪জানুয়ারী) সকালে সোহানকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষিতার নানী বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা দায়ের করে। গ্রেফতার সোহান
উপজেলার কুলিয়া গ্রামের ভারাটিয়া আবুল কালামের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে পুতুল তৈরীর তেনা (ছোট কাপড়) দেয়ারা কথা বলে বাড়ী নিয়ে ধর্ষন করে ওই শিশুকে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিকটিমের নানী জানায়, পাশের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল কালামের ছেলে সোহান আমার নাতনীকে পুতুল তৈরির তেনা (ছোট কাপড়) দেয়ার কথা বলে তাদের বসত ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম গুরুতর জখম হওয়ায় সীমাহীন রক্তক্ষরণ শুরু হয়। মুমুর্ষ অবস্থায় ভিকটিম ফিরে আসলে তাকে নিয়ে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
সোহানের মা সীমা বেগম জানান, তিনি সেলাই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট ছিলেন এবং তার স্বামী আবুল কালাম (ট্রাক চালক) ট্রিপে গেছে চিটাগাং। যে কারনে বাড়িতে তার দুই ছেলে দশম শ্রেণীর সোহাগ ও নবম শ্রেণীর সোহান ছিলো। গতকালের ঘটনা শুনে আজ বুধবার সকালে বাসায় এসেছি। তিনি আরো বলেন, তার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।
মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, ধর্ষণের অভিযোগে সোহান (১৪) কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোহান কে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না