এনায়েত করিম ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তাহব্যাপী ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
রবিবার (২১ জানুয়ারী) বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,শিক্ষা প্রতিষ্ঠান যেন বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিনত না হয়।সু-শিক্ষা প্রতিষ্ঠানই আগামী দিনের ভবিষ্যৎ তৈরী করে।তাই শিক্ষার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের ক্রিড়ায় মনোনিবেশ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাক এম এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার। এবারের ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরের ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না