মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৩২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
রবিবার, ২১ জানুয়ারি বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত কল্যাণ সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, ডিএসবির পুলিশ পরিদর্শক (নিঃ), সাইফুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের কথা পর্যায়ক্রমে মনোযোগ সহকারে শোনেন।এছাড়া পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।
তিনি চাহিদার প্রেক্ষিতে থানা, ক্যাম্প ও ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, এসএম জাবীদ হাসান, জীবননগর থানা; শ্রেষ্ঠ এসআই (নিঃ)/ মো. রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা; শ্রেষ্ঠ এএসআই (নিঃ)/ মো. আশরাফুজ্জামান, চুয়াডাঙ্গা থানা; শ্রেষ্ঠ এসআই(নিঃ) (থানা/ফাঁড়ি/ ক্যাম্প পর্যায়ে) এসআই(নিঃ)/ মো. দিদারুল ইসলাম, হাসাদাহ পুলিশ ক্যাম্প, জীবননগর থানা; শ্রেষ্ঠ এএসআই (নিঃ) (থানা/ফাঁড়ি/ ক্যাম্প পর্যায়ে) এএসআই(নিঃ)/ মো. সাইদুর রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প, দামুড়হুদা থানা; বিশেষ পারফরমেন্স (সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট তামিল) এএসআই (নিঃ)/ মো. রেয়াজুল ইসলাম, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ সর্বমোট ৩২ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরুপ যেমন পুরস্কার প্রদান করা হয়েছে, তদ্রূপ অসন্তোষজনক পারফরম্যান্সের জন্য তিরস্কার করা হবে। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় জেলা পুলিশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। স্বাস্থ্য সেবাসহ ফোর্সের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের প্রতিটি স্থাপনাসহ আশপাশ এলাকা পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না