মেহেরপুরের গাংনীর বালিয়াঘাট মাঠে কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দুই কৃষক।
শনিবার (২০ জানুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষি অফিস বলছে, ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে সহযোগিতা করার চেষ্টা চলছে।
ভুক্তভোগী সাহজাহান আলী ও রহিদুল ইসলাম লিজ নিয়ে ৬ বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। প্রতিটি গাছের কলা বেশ পুষ্ট হয়ে উঠেছিল। রোববার (২১ জানুয়ারি) সকালে মাঠের অন্যান্য কৃষকরা কলাগাছের এ অবস্থা দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়।
তারা আরও জানান, প্রতি বিঘা জমি ৩০ হাজার টাকা করে বর্গা নিয়েছেন। প্রতি বিঘা জমির কলা চাষে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। শনিবার কয়েকজন ব্যবসায়ী কলা কিনতে এসেছিলেন কিন্তু দাম পর্যাপ্ত না হওয়ায় কলা বিক্রি করা হয়নি। এরইমধ্যে এ ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে কারো সঙ্গে কোনো শত্রুতা নেই বলেও জানিয়েছেন এই দুই কৃষক।
গাংনী থানা পুলিশের এসআই তৌহিদ জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না