আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ হাসিনার ভূমিকায় সন্তুষ্ট হয়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা অভিনন্দন জানিয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে রোববার দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কারও স্বীকৃতির আশায় বসে নেই। বিএনপি তাদের আন্দোলনকে হাসি-তামাশায় পরিণত করেছে। মানুষকে নির্বাচনবিমুখ করতে না পেরে বিএনপির নেতৃত্ব হিংসায় জর্জরিত। তাদের সুস্থধারার রাজনীতি করার আহ্বান জানাই।
এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে যা ঘটছে তা নজর রাখছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় উদ্বিগ্নও জানিয়েছিলেন তিনি।
নির্বাচনের পর দিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচন ও নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো এসব তথ্য জানিয়েছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না