আজিজুল ইসলাম:
খুলনার পাইকগাছায় (খুলনা-৬) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান'কে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১ টায় পাইকগাছায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে সভার প্রধান অতিথি এমপি রশীদুজ্জামান মোড়লকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এ সময়ে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বাঙালি চিরদিন মনে রাখবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষুধামুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু'র সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান (টিপু), মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ , মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, রনজিৎ সরকার, মুক্তিযোদ্ধা জামির হোসেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, যুবলীগ নেতা মো. ওহিদুজ্জামান মোড়ল, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, শ্রমিকলীগ নেতা শেখ হারুনার রশিদ হিরো, মো. আনারুল ইসলাম, মৎস্য আড়ৎদারি সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব জোয়ার্দার, পৌর ছাত্রলীগ সভাপতি আকাশ সহ বীর মুক্তিযোদ্ধারা ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে এমপি মো. রশীদুজ্জামান মোড়লের কাছে তুলে ধরে সেগুলো নিরসনের জন্য দাবী জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না