পূবাইলে সোড়ল মন্দিরে শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ১০৭
রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইল সোড়ল সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগরীর পূবাইলে বিশ্বের সার্বজনীন সর্বজীবের মঙ্গল ও কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ২০তম বার্ষিকীতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আষ্টকালীন লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূবাইল থানার ৪১ নং ওয়ার্ড এর সোরল সার্বজনীন দুর্গা ও রাধা গোবিন্দ মন্দিরে শতশত ভক্ত বৃন্দের উপস্থিতিতে এ কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
সোড়ল সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শ্রী প্রণয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ সভাপতি পূবাইল থানা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মোমেন মিয়া সাবেক কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। বজলুর রহমান বাছির সাবেক কাউন্সিলর ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আওয়ামী লীগ নেতা ওসমান পাঠান। এ সময় সোড়ল মন্দিরের সাধারণ সম্পাদক বাবু সুকেন্দ চন্দ্র দাস কোষাধ্যক্ষ জয় রামচন্দ্র মন্ডল ও মিঠুন চন্দ্র দাসসহ শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।