এনায়েত করিম রাজিব, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে হাতেনাতে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে স্হানীয় জনতা। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন, হোগলাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা মোতালেব খান (৬৫) ও ফকিরহাট উপজেলার বড় খাজুড়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন রনি (২৭)।
স্থানীয় সুত্রে জানা যায়, চোরচক্র হোগলাবুনিয়া ইউনিয়নের একটি বাড়ির বাগানের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির সময় স্থানীয়রা টের পেয়ে চারদিক থেকে বাগনটিকে ঘেরাও করে দুই চোরকে আটক করতে সক্ষম হয়। পরে মোরেলগঞ্জ থানা পুলিশকে খরব দিয়ে তাদের কাছে সোপর্দ করে।
এ বিষয় মোরেলগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ খন্দকার জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় আইনি বিধান অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না