আনন্দ টিভির প্রতিষ্ঠা চেয়ারম্যানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ৬৮
মো মোরসালিন ইসলাম:
দেশের জনপ্রীয় বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদারের স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত (১৮ জানুয়ারী) বৃহস্পতিবার বাদ এশা দিনাজপুরের ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আনন্দ টিভি‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার বর্ণাঢ্য কর্মজীবনী স্মরনে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটর সভাপতি মোঃ হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রমীক নেতা ও সমাজ সেবক মন্তাজ আলী চৌধুরী। এসময় রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি ইমাম রেজা, সহ-সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি কবির সরকার,সাধারণ সম্পাদক ও ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আল হেলার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দেশরুপান্তর পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ আজগার আলী, দপ্তর সম্পাদক ও মায়ের আচঁল প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন,কোষাধক্য ও আমাদেও নতুন সময় প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, প্রচার সম্পাদক ও বঙ্গ সংবাদের প্রতিনিধি মোরসালিন ইসলাম,কার্যকারী সদস্য ও মুক্ত সকাল পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান, ফুলবাড়ীর আলোর স্টাফ রিপোর্টার হাফিজুল হক চৌধরী প্রমূখ। পরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।