মোঃ রাছেল, কচুয়া:
কচুয়ায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) বিকালে কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এমদাদ উল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারভিন সুলতানা, উপজেলা একাডেমী সুপার ভাইজার একে এম সোহেল রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন, কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কর কুমার, কচুয়া শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ইমরান, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ, মনোহরপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পাটোওয়ারী বক্তব্য রাখেন। আলোচনা সভাশেষে ১শত ৪জন প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না