সুনামগঞ্জ প্রতিনিধি:
১০ লক্ষ টাকাসহ স্ত্রী ও সন্তান নিয়ে পালিয়ে যাওয়া আজমল হোসেন বিলাশ নামে যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী নবী হোসেন। বুধবার, ১৭ জানুয়ারি সন্ধ্যায় শহরের পৌরবিপনীস্থ একটি রুমে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্বামী বলেন, ২০১৫ সালে সুনামগঞ্জ পৌরসভার বাগানবাড়ি এলাকা নেহারুন বেগমের সাথে বিয়ে হয় এবং তাদের ঘরে সাড়ে তিন বছরের একটি মেয়েও রয়েছে, এসময় প্রতিবেশি আইনজীবী আজমল হোসেন বিলাশের সাথে সখত্য গড়ে উঠে তাদের, ভুক্তভোগী স্বামী নবী হোসেন জীবিকার তাগিদে মধ্যপ্রার্চ্যরে দেশ দুবাইয়ে চলে যান এসময় স্ত্রীর মাধ্যমে ১০ লক্ষ টাকা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করার জন্য দেওয়া হয় আইনজীবী আজমল হোসেন বিলাশকে তবে ওই টাকা দিয়ে কিছু না কিনেই গেল এক বছর আগে ভুক্তভোগীর স্ত্রী নেহারুন বেগম ও সাড়ে তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যায় সে। দেশে এসে স্ত্রী সন্তানের খোজ করলে আজমল হোসেন পলাশ আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে থানায় মামলা করেছি এবং আমি এই ঘটনায় আমার স্ত্রী সন্তানসহ টাকা ফেরৎ চাই ও ওই অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাই।
এ ব্যাপারে প্রতারণার অভিযোগ আনা আজমল হোসেন বিলাশ বলেন, আমার উপর আনা অভিযোগ সব মিথ্যে আমি কারোর স্ত্রী সন্তান টাকা নিয়ে পালিয়ে যাইনি, নেহারুল বেগম নবী হোসেনের প্রথম স্ত্রী তার ঘরে আরেকটি স্ত্রী আছে তবে বড় বউয়ের সাথে তার তালাক হয়ে গেছে কিন্তু তারপরও প্রথম স্ত্রীকে উক্তাত্য করায় সেই স্ত্রী আমার কাছে আইনী সহায়তা নিতে আসে এর বেশি কিছু আমি জানি না এবং আমি কারো টাকা আমি মারিনি আমি অটো কিনতে কেন যাব আমি পেশায় একজন আইনজীবী। যিনি সংবাদ সম্মেলন করেছেন তিনি খারাপ প্রকৃতির লোক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না