প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৪, ৬:৩৯ পি.এম
ঝিকরগাছায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা
আফজাল হোসেন চাঁদ:
যশোরের ঝিকরগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
বুধবার সকাল সাড়ে ১১টার সময় নাগরিক উদ্যোগ এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সের রুমের অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, ঝিকরগাছার কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহ সম্বয়নক পলাশ দাস, পানিসারা ইউনিয়নের চেইঞ্জ এজেন্ট তুষার কুমার, গদখালী ইউনিয়নের চেইঞ্জ এজেন্ট কালীদাস সহ আরও অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
____ কারিগরি সহযোগিতায় @ প্রতিদিনের নিউজ ডটকম____