মোঃ রাছেল, কচুয়া:
প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (রা.) প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়ার ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসার দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিল আজ বৃহস্পতিবার বাদ ফজর তালিমের মাধ্যমে শুরু হচ্ছে।
ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান ও বর্হিবিশে^র বিভিন্ন মাদ্রাসা থেকে আলেম সমাজের বিশিষ্ট আলেমগন ও ধর্মপ্রাণ মুসল্লিগণ মাহফিলে এসেছেন। শুক্রবার দিনব্যাপী দেশের প্রখ্যাত সকল আলেমগন ওয়াজ ও দোয়ার তাসরিফ শেষে ২০ জানুয়ারি শনিবার বাদ ফজর লাখো মুসল্লির সমাগমে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ক্বারী ইবরাহিম (রা.) তিন পুত্র মাওলানা আশেক এলাহী, ফজলে এলাহী এবং মাহবুব এলাহী। প্রতি বছরের ন্যায় এবারও ১ম দিনে সকাল ১০টায় মাহফিলের কার্যক্রম শুরু হয়ে তা রাত ১২ টা পর্যন্ত দেশ বিদেশের প্রখ্যাত আলেমগন বয়ান করবেন ।
উজানির মাহফিলে আগত মুসল্লিরা স্থানীয়দের কাছে অনেক সম্মানী। এলাকাবাসী মনে করেন এসব মেহমান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নেয়ামত। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ জন মাহফিল শেষে রাতে বাড়ি নিয়ে বিশেষ সমাদর ও আপ্যায়ন করে থাকেন।
উল্লেখ্য, ঐতিহাসিক উজানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা করেন ক্বারী ইব্রাহিম (রা.) সৌদি আরবের ইলমে ক্বেরাতের বিখ্যাত প্রতিষ্ঠান মাদ্রাসা সওলতিয়ায় কুরআন তেলাওয়াতের উচ্চতর জ্ঞান অর্জন করেন। তৎকালীন সময়ে তিনি আন্তজার্তিক ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তিনি ভারতের গাংগুহে ফকিহে মিল্লাত আল্লামা রশীদ আহমেদ গাংগুহী রাহমাতুল্লাহি আলাইহির তত্ত্বাধানে আধ্যাতিক জ্ঞান অর্জন করেন। অতপরঃ ১৯০১ সালে দ্বীন ইসলাম ও ইলমে কেরাতের প্রচারের কচুয়া উপজেলার উজানীতে এসে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
কচুয়ার ইতিহাসের সাথে মিশে আছে যেসব ঐতিহ্য তন্মধ্যে উজানী গ্রামে প্রাচীনতম এক গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ ও হযরত শাহ নেয়ামত শাহ (রহ.) এর মাজার। ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের কচুয়া উপজেলায় রয়েছে ঐতিহাসিক বখতিয়ার খাঁ মসজিদ, বেহুলার পাটা এবং শাহ নেয়ামত শাহ (রাঃ) এর দরগা। কচুয়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার উত্তর-পূর্বে উজানী গ্রাম। বর্তমানে রয়েছে ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদরাসা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না