শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সৌদি আরব তাবুক শাখার অভিনন্দন
- আপডেট সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১২৮
ইসমাইল খান টিটু, সৌদি আরব তাবুক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পরপর টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়, বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব তাবুক শাখার উদ্যোগে আলোচনা সভা, বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
তাবুকে আয়োজিত বিজয় উৎসব, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কমলনগর উপজেলা সদস্য, সৌদি আরব তাবুক শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুসা কলিম উল্লাহ লিটন।
বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব তাবুক শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কোতুয়ালের সঞ্চালনা বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা মো. আলাল খান, সহ-সভাপতি ইসমাইল হোসেন মিজি, ইঞ্জিনিয়ার আবু সাঈদ, মোশারফ হোসেন মিন্টু, মো. শামীম মিয়া, তাবুক শাখা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম কাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন আনাম, আনোয়ার হোসেন মৃধা, ক্রিয়া সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য ফেরদৌস মোল্লা, প্রবাসী কল্যাণ সম্পাদক রেনু মিয়া, সদস্য মো. জসীমউদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগ দাখেল শাখা যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, দিদার হোসেন, রিয়াজ উদ্দিন, অহিদ মিয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায়, বক্তারা বলেন, বিশ্বের ইতিহাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নিরপক্ষ নির্বাচনের মাধ্যমে পরপর চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব মানচিত্রে দৃষ্টান্ত স্থাপন করলেন।