বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে দু’জন ছিনতাইকারীকে আটক করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান শেখ জানান, মোল্লাহাট উপজেলার বাসাবাড়ি এলাকার আব্দুর রকিব শেখ এর পুত্র মঞ্জু শেখ নামের একজন ইজিবাইক চালককে যাত্রীবেশি দু’জন ছিনতাইকারী ভাড়া করে বাগেরহাট মাজারে ঘুরতে নিয়ে আসেন। এসময় তারা সুকৌশলে চালককে কপির সাথে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে আসে।
এমন গোপন খবরের ভিক্তিতে লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে পুলিশি চেকপোস্ট বসিয়ে হাতে-নাতে দু’ছিনতাইকারীকে ইজিবাইক সহ আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র শাওন মিয়া (২৩) ও খুলনার রুপসা থানার দেয়াড়া গ্রামের মৃত আব্দুল ওহাব শেখ এর পুত্র আব্দুল ওয়াদুদ (শাকিল) (২৭)। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না