সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল হাকিম।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^ বিদ্যালয়ের পরীক্ষ নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী, ইঞ্জিঃ আহসান উল্লাহ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) উমর ফারুক, আবু তালেব, আবু তাহের, এইচ,এম,ফারুক ও রাজিব আহাম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে কলেজের শ্রেনীকক্ষে অতিথিদের সাথে নিয়ে কেককাটা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য ঢাকা বিশ^বিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল হাকিম বলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অনেক সুনাম শুনেছি, এই সুনাম ধরে রাখতে হবে। এই সুনাম ধরে রাখতে হলে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় এক সাথে কাজ করতে হবে। আমি প্রত্যাশা করব শুধু নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয় ঢাকা শিক্ষাবোর্ডে যেন গিয়াসউদ্দিন ইসলাম মডলে কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না