বরিশালে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৮৮
মোঃ রানা সন্যামত, বরিশাল:
বরিশালে মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় মামলা দায়েরের পর চুরি যাওয়া মোটরসাইকেলসহ ২ চোরকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
এরআগে শুক্রবার (১২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এস আই মোঃ ছগির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই সমিরসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার বুড়ি গোয়ালিনি এলাকার সমসের জোমাদ্দারের ছেলে মো: আকাশ হোসেন, একই এলাকার ওয়াসিমের ছেলে মুকুল হোসেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই ২ চোর ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।