মোঃ রাছেল:
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ওই ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ওই বাড়ির মো. ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (২) সহদর ভাই মহিন তালুকদারের ছেলে আবরার হোসাইন (৩)। মারা যাওয়া দুটি শিশু সম্পর্কে চাচাতো ভাই।
নিহত শিশুদের দাদা মকবুল হোসেন তালুকদার জানান, আমার নাতি আবু সাঈদ ও আবরার হোসাইন একসঙ্গে খেলছিল। অনেকক্ষন তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে ভাসমান নিথরাবস্থায় তাদের মুখ পানির নিচে ডুবে থাকতে দেখা যায়। আবু সাঈদ ও আবরার হোসাইনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম রায়হান তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, শিশু দু’টি পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখ জনক। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তাদের মৃত্যুতে পূর্ব কালচোঁ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না