মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের যুব সমাজের উদ্যোগে চতুর্থ বারের মত মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগ , MPL -2024( Season 4) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তিরকান্দি উত্তর পাড়া খেলার মাঠে জমকালো আয়োজনে মুক্তিরকান্দি প্রিমিয়ার লিগ-২০২৪ ফাইনাল খেলাটি শেষ হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন জিসান আহমেদ রিয়াদ এবং তমাল মাহমুদ ক্রিকেট টিম।
খেলায় জিসান আহমেদ রিয়াদের টিম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, ১২ ওভার বল করে ৪৮ রানের মধ্যে আটকে দিতে সক্ষম হয় যার মধ্যে অতিরিক্ত ২ রান ছিল। বিপরীত পক্ষ তমাল মাহমুদের টিম শুরুতেই অসাধারণ বোলিং, ফিল্ডিং করে একটার পর একটা উইকেট তুলে নিয়ে লাস্ট বলে যখন দুই রান প্রয়োজন তখন, লাস্ট উইকেট নিয়ে নেয়। তমাল মাহমুদের টিম এক রানে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সী' র স্বত্বাধিকারী মো. সোলাইমান মানিক। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদুল ইসলাম রবিন, সেলিম শিকদার, নাঈম চৌধুরী, ডাক্তার রিয়াদ, জান্নাত শিকদার, মোহাম্মদ আক্তার, তুহিন মিয়া, সাব্বির হোসেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না