ভাটরায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ আটক-২
- আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ৭৪
মোহাম্মদ আলী, রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০ নং ভাটরা ইউনিয়নে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া যায়। ধর্ষিতা ১০ নং ভাটরা ইউনিয়নের ৩নং মামুদপুর নুনো জমদ্দার বাড়ির গ্রাম পুলিশ মোহাম্মদ লোকমান চৌকিদারের ছোট মেয়ে এবং ভাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী।
ধর্ষিতার মা গণমাধ্যমকে জানান গতকাল গত মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার সময় মো. শাহরিয়ার এবং সহযোগী মো. রবিন (কালা মানিক) ঘরের উত্তর পাশে নির্জন বাগানে আমার মেয়েকে ধর্ষন করে। তারপর আমার মেয়েটা আমাকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে আমরা রামগঞ্জ থানায় অভিযোগ দাখিল করার পর রামগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, এর আগেও চার বছর পূর্বে আমার আরেক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হলেও তার সুস্থ বিচার আমরা আজও পাইনি।
অভিযুক্ত শাহরিয়ার ভাটরা ইউনিয়নের ৭নং বাউর খাড়া মন্দার বাড়ির মো. হান্নানের ছেলে এবং সহযোগী রবিন (কালা মানিক) ভাটরা ইউনিয়নের ৩নং মামুদপুর চৌকিদার বাড়ির মোহাম্মদ রহিমের ছেলে।
স্থানীয়রা জানান মো. রবিন (কালা মানিক) এলাকায় আরো কয়েকজনে সহযোগী নিয়ে মাদকদ্রব্য সেবন সহ ছাগল চুরি থেকে শুরু করে হাস-মুরগী, টিউবওয়েল, গ্যাসের সিলিন্ডার সহ নানা ধরনের চুরির সাথে জড়িত। এসব বিষয়ে এলাকার মানুষ অবগত থাকলেও কারো কোন প্রতিবাদ নেই।