প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শোবিজ অঙ্গনের শিল্পীরা
- আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৭৪
প্রতিদিনের নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিল্পীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টিকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পীসংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।
এ প্রসঙ্গে অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, টানা চতুর্থবারের মতো তিনি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে, শিল্পীদের পক্ষ থেকে আমরা শুছেচ্ছা জানাতে গিয়েছিলাম। এ সময় আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন নায়ক রিয়াজ, নায়িকা নিপুণ আক্তার, অভিনেতা সাজু খাদেম, মীর সাব্বির, শমী কায়সার, ঊর্মিলা শ্রাবন্তীকর, তানভীন সুইটি প্রমুখ।