এনায়েত করিম রাজিব:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোলেগঞ্জ-শরণখোলা) আসনে বিপুল ভোটে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত এ ভোটদান কার্যক্রম চলে।
সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ঈগল) প্রার্থী ছিলেন আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন।
বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৩ হাজার ৬৫৮ ভোটে তাকে পরাজিত করেছেন।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী পেয়েছেনে-২ হাজার ২২০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মাওলানা লোকমান সাইফী-১ হাজার ৬১১ ভোট, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু পেয়েছেনে- ৬৩৬ ভোট, সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান- ৯৯২ ভোট, ও তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা-৬০৭ ভোট। উল্লেখ্য এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ জন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না